আমাদের সম্পর্কে

২০১০ সাল থেকে সেই ছোট্ট রুম থেকে যাত্রা শুরু করা Climax Physics - Radiation এই প্রতিষ্ঠানে এক যুগেরও বেশি অভিজ্ঞতাকে পুঁজি করে বর্তমানে অফলাইনে/ফিজিক্যালি গুলজার মোড়, চকবাজার, চট্টগ্রাম এবং অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের ফিজিক্স শিখার সহজ সমাধান নিয়ে কাজ করছি। অনলাইনে ফেইসবুক-ইউটিউব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ্য শিক্ষার্থী Climax Physics - Radiation এর সাথে যুক্ত রয়েছে। গতবছর এডমিশনে ৩৫০+ শিক্ষার্থী Climax Physics - Radiation থেকে দেশের বিভিন্ন সরকারী মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। প্রতিবছর ই এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী সফলতা পাচ্ছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ফিজিক্স প্রাইভেট প্রোগ্রাম এবং ভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট এর জন্যে ফিজিক্স প্রাইভেট ব্যাচ এখানে পরিচালিত হচ্ছে। প্রতি সেশনে কয়েক হাজার শিক্ষার্থী Climax Physics - Radiation এর প্রিমিয়াম প্রোগ্রামে যুক্ত হয়ে থাকে। দেশের নামকরা সকল কলেজের সেরা শিক্ষার্থীরা Climax Physics - Radiationএর সাথে অনলাইনে বা ফিজিক্যালি সংযুক্ত রয়েছে। শহর কিংবা গ্রাম - সকল খানেই আছে 'Climax Physics - Radiation অনলাইন' এর স্টুডেন্ট। ফ্রি ক্লাস করে যাচাই করে Climax Physics - Radiation এর কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। আবার ক্লাস ভালো না লাগলে রিফান্ড নিয়ে কোর্স ক্যান্সেল এর ও সুযোগ থাকে। তাই যেকোন শিক্ষার্থীর এখানে খুব স্বাধীনভাবেই ভর্তির সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। Climax Physics - Radiation অনলাইনের সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

MD SIrajul Islam Robel

-Founder & Director, Climax Physics - Radiation

SSLCOMMERZ

স্বত্ব © ২০২০-২০২৩ Climax Physics - Radiation কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Powered by Ogrosoft, MASCODERS